স্কুলে পড়ার সময় একটা প্রশ্ন আমাদের সবাইকেই শুনতে হয়। ‘বড় হয়ে কী হতে চাও?’ সেই সময় থেকেই ফারিয়েল জানতেন তিনি পাইলট হতে চান। বড় হওয়ার পরে আমাদের ছোটবেলার লক্ষ্য কত-শত-বার বদলে গেছে নিজেরাই হয়তো ভুলে গেছি, কিন্তু ফারিয়েল আহমেদ তার ছোটবেলার ইচ্ছা ঠিকই পূরণ করেছেন। বড় হয়ে তিনি পাইলটই হয়েছেন। কাজ করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। সম্প্রতি পদোন্নতি পেয়ে হয়েছেন দেশের সবচেয়ে বড় এয়ারক্রাফট ‘বোয়িং ৭৩৭’...